Search The Blog

Saturday, February 24, 2024

কিন্ডারগার্টেন - Kindergarten

আমাদের দেশে শিশুদের জন্য কিছু প্রাইভেট-স্কুল রয়েছে যেটাকে "কিন্ডারগার্টেন (Kindergarten)" নামকরণ করা হয়। কিন্তু আমার ধারণা আমরা অধিকাংশ মানুষই এই শব্দের অর্থ ও ব্যবহার জানিনা। কারণ আমি লক্ষ্য করেছি কেউ কেউ লিখেন কিন্ডারগার্ডেন/কিন্টারগার্ডেন/কিন্টারগার্টেন ইত্যাদি উপায়ে এবং শিশুদের উপর একগাদা বই চাপিয়ে দেন। আমি নিজেও পূর্বে এর অর্থ জানতাম না। 

"Kindergarten" হচ্ছে একটি জার্মান শব্দ। এটি ইংরেজিসহ অন্যান্য ভাষায় লোনওয়ার্ড (Loanword) হিসেবে ধার করা হয়েছে। Kinder (pl.) মানে হলো Children বা শিশু এবং Garten মানে হলো Garden বা বাগান অর্থাৎ "Children's Garden"/"Garden of Children" বা "শিশুদের বাগান"। সাধারণত খেলাধূলা ও বিনোদনের মাধ্যমে ৪-৬ বছর বয়সী শিশুদের প্রাইমারী স্কুলের জন্য উপযোগী করে তুলতে কিন্ডারগার্টেনে পাঠানো হয়। 

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ!