Search The Blog

Sunday, October 30, 2022

কালচারাল শক - সাংস্কৃতিক ধাক্কা (জার্মানি) - পার্ট ০৩

সময়-সুযোগের অভাবে এবং আলসেমির কারণে দীর্ঘদিন কিছু লিখি না। যাক অবশেষে কিছু নতুন বিষয় নিয়ে হাজির হলাম।

১. 
জার্মানির কিছু দিক নিয়ে আমার অসন্তোষ রয়েছে তন্মধ্যে একটি হলো দোকান থেকে শপিং ব্যাগ না দেয়া। বাংলাদেশে কেনাকাটা করার পর আপনাকে ব্যাগ দিবে যাতে করে আপনি জিনিষপত্র বহন করতে পারেন। কিন্তু জার্মানিতে দোকান থেকে ফ্রি কোনো ব্যাগ দেয়া হয় না। Germans care about climate and environment. আপনাকে কিনে নিতে হবে তাও আবার তাদের লোগোযুক্ত ব্যাগ! সেজন্য সবাইকে ব্যাগ নিয়ে বাজার-সদাই বা কেনাকাটা করতে যেতে হয়।


২. 
প্রাত্যহিক যেকটা জিনিস খুবই সাবধানে রাখতে হয় তারমধ্যে চাবি অন্যতম। বাংলাদেশে আমরা খুব সহজেই নকল চাবি তৈরী করতে পারি। কিন্তু জার্মানিতে সেটা সম্ভম নয়। চাবি বানাতে হলে হাউজ মাস্টার বা বাড়ীর মালিকের থেকে অনুমতি পত্র নিতে হবে। ফলে অবৈধভাবে চাবি বানানো অসম্ভব। তাছাড়া চাবি হারালে বেশ ভাল টাকা জরিমানা গুণতে হবে। কারণ আপনি চাবি হারিয়েছেন মানে বাড়ির সব মূল দরজার তালা পরিবর্তন করতে হবে। ভুলক্রমে চাবি রুমে রেখে এসে বিড়ম্বনায় আমিও একদিন পরেছিলাম। যাক সেই খারাপ দিনের কথা আর না বলি।


৩. 
একটা সময় বাংলাদেশে সিনেমা হলগুলোতে নাকি নীল ছায়াছবি দেখানো হতো যা নিয়ে একপ্রকার গুঞ্জন ছিল সবার মুখেমুখে। তবে পারিবারিক বা সামাজিক থিয়েটারে Explicit Content দেখানো উচিৎ নয়। জার্মানিতে আলাদাভাবে Blue-Movies দেখার সেন্টার রয়েছে যেখানে এডাল্ট টয়, ম্যাগাজিন, বই কিনতে পারবেন এবং Adult Cinema দেখতে পারবেন।


৪. 
কমলার জুস তিতা! এটা নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। কমলার জুস নাকি খোসাসহ তৈরি করা হয় সেজন্য স্বাদ একটু তিতাতবে চিন্তার কোনো কারণ নেই এতে যথেষ্ট ভিটামিন-সি রয়েছে।


Herrngarten during Autumn

৫. 
ন্যুড এরিয়া! নগ্নতা মানে কারো কারো কাছে শুধুই যৌনতা! তবে না, Nudism হলো বিশেষত ব্যক্তিগত স্থানে কোনো পোশাক না পরার অভ্যাস। যেমন নিজ বাসস্থানে অনেকেই নগ্ন থাকতে পছন্দ করেন। এটি সাধারনত non-sexual হয়ে থাকে। জার্মানিতে বিভিন্ন হ্রদ, সৈকত বা কোলাহলমুক্ত পরিবেশে সূর্যস্নানের জন্য কিছু আলাদা স্থান রয়েছে যেখানে আপনি নগ্ন হতে পারবেন।


৬. 
এক সপ্তাহের বেশি অতিথিকে আপনার বাসায় থাকতে হলে অবশ্যই হাউজ মাস্টার বা বাড়িওয়ালার অনুমতি নিতে হয়। নতুবা জরিমানা গুণতে হবে। সাধারনত জরিমানা করে না তবে গেস্টকে যদি বেশ কিছুদিন রাখতে হয় তাহলে অনুমতি নিয়ে নেয়া উচিৎ। আমি সত্যিই এটি পছন্দ করি কারণ আপনি যদি অন্য জায়গায় থাকেন তবে আপনার দ্বারা প্রতিবেশীদের বিরক্ত করার সম্ভাবনা রয়েছে যা অনৈতিক! গেস্ট দীর্ঘদিন থাকলে তাকে তাহলে তার আলাদাভাবে খরচ বহন করা উচিত। আহ এসব ব্যাপারে আমাদের দেশ কতো ভাল। কার বসায় কে ক'দিন থাকলো তার কোনো হিসেব দিতে হয় না।


৭. 
ট্রেন, ট্রাম বা বাসে সাইকেল ক্যারি করার বিশেষ ব্যবস্থা আছে। বাহিরে সাইন দেয়া থাকে যে কোন বগিতে বা বাসে বাইক নিয়ে উঠতে পারবেন। সেখানেই উঠবেন। সাইন দেয়া না থাকলে ঐ বাসে বাইক নিয়ে উঠা যাবে না তবে ট্রেন বা ট্রামে অবশ্যই বাইক রাখার ব্যবস্থা থাকে।


৮. 
শেষ করবো জার্মানদের Procrastination বা কোনো কাজে দেরি করার অভ্যাস দিয়ে। কেন করে তার সঠিক কারণ আমি জানিনা। হয়তো তাদের ব্যুরোক্র্যাটিক ব্যাপার-স্যাপার আছে। আপনি কি জানেন Bureaucracy বা আমলাতন্ত্রের জনক বলা হয় জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারকে? তবে এর আগেও আমলাতন্ত্র ছিল বটে। যেকোনো কাজ ওরা দীর্ঘসময় নিয়ে করবে। আমার বাসার পাশেই একটা রাস্তা আছে যার প্রায় ৫০০-৬০০ মিটারের মত জায়গা আজ ৮-৯ মাস যাবত মেরামত চলছেই। বিরক্তিকর! তবে এক জার্মান বন্ধু বললো "Germans procrastinate just to be precise and accurate" হ্যাঁ, আমি ওর সাথে একমত। কাজে দীর্ঘসূত্রিতা হলেও ওদের তৈরি জিনিসপত্র বেশ টেকসই হয়।


আমি লেখক নই। লেখায় ভুলত্রুটি হলে ক্ষমা করবেন। :)